
ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুলাল মিয়া নামের এ কথিত অভিভাবক অস্পষ্ট স্বাক্ষর দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার দিয়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার নতুন কারিকুলাম থাকায় অভিভাবকদের পরামর্শ ক্রমে বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী প্রধান কে চাপ দিয়ে মডেল টেষ্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়। গত ২৪ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়।
কথিত এক অভিভাবক নামধারী বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অথচ বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর অভিভাবকদের সম্মতিক্রমেই মডেল টেষ্ট পরীক্ষা শেষ হয়েছে।
অভিভাবক আ: খালেক বলেন- আমার সন্তানের ভালোর জন্য মডেল টেষ্ট পরীক্ষার জন্য বলেছি। আমাদের তো কোন অভিযোগ নেই, তাহলে অন্যরা কে কি বলছে সেটি ঠিক নয়।
আনওয়ারুল হোসেন খান চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদ বলেন, শিক্ষার্থীদের চাপে মুখে মডেল টেষ্ট পরীক্ষা নিয়েছি। বিদ্যালয়ের অভিভাবক না এমন এক ব্যক্তি অস্পষ্ট স্বাক্ষর দিয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এমনটা ষড়যন্ত্রমূলক ভাবে করেছে।
নান্দাইল উপজেলা একাডেমি সুপার ভাইজার আনোয়ার হোসেন বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও মহোদয় তদন্তের কমিটি গঠন করে দিয়েছিল। তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। তবে অভিযোগকারী অভিভাবককে খুঁজে পাইনি।