২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৩০| হেমন্তকাল|

নান্দাইলে আবুল কাশেম হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সড়কে গ্রামবাসী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুলাই ৫, ২০২৪,
  • 46 Time View

ময়মনসিংহের নান্দাইলে চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ইজিবাইক চালক আবুল কাশেম (৪০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ১২ টায় কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের চরশ্রীরামপুর বালুরচর এলাকায় শতশত গ্রামবাসী ও নিহতের পরিবার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধন শেষে গ্রামবাসী সড়কে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।

এসময় আঞ্চলিক সড়কে যানজট তৈরি হয়। মানববন্ধনে নিহত আবুল কাশেমের স্ত্রী হোসনা খাতুন ছেলে হিমেল মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, প্রতিবেশী আলতাব উদ্দিন, সাইফুল ইসলাম, মন্নাস সরদার, রোস্তম মিয়া প্রমুখ ব্যক্তিরা ১৪ দিনেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

এসময় বাদীপক্ষের মামলা তুলে নিতে আসামী পক্ষের হুমকির প্রতিবাদ জানান।

জানা গেছে- গত ২২ জুন পাওনা টাকা চাওয়াতে ইজিবাইক চালক আবুল কাশেম কে চরশ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মৃত্যু হয়। এঘটনায় ২৩ জুন আবুল কাশেমের পুত্র মো. হিমেল মিয়া বাদী হয়ে ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

এঘটনায় পুলিশ মামলার ৬নং আসামী মো. সুরুজ আলীকে গ্রেফতার করলেও অন্য আসামীদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

নিহত আবুল কাশেমের স্ত্রী হোসনা খাতুন বলেন- আমার নিরীহ স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। স্বামী হারিয়ে
৮ সন্তান নিয়ে খুবই কষ্টে দিনপার করছি। আসামীরা ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতারের দাবি জানাই।

মামলার বাদী আবুল কাশেমের পুত্র হিমেল মিয়া বলেন- আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমরা এখন প্রাণ ভয়ে আছি। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছি।

জানতে চাইলে মামলার তদন্তকারী উপ-পরিদর্শক শফিউল্লাহ্ মির্জা বলেন- আবু কাশেম হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে। বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে কোন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ