নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইলে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর ) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অসহায় দুস্থ মানুষদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনসহ সুবিধাভোগী।
এসময় আর্থিক অনুদানের চেক ৫৪ জন গরিব ও অসহায় মানুষ কে দুই লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ প্রদান করা হয়।