ময়মনসিংহের নান্দাইলের ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের সম্মানিভাতা গত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে। সম্মানিভাতা না পেয়ে প্রতিবাদে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছে ইউপি সদস্যরা।
বুধবার (২রা জুলাই) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা চত্বরে ১৫ মাসের সম্মানিভাতা পেতে বিক্ষোভ করেন তারা। এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা বিক্ষোভ করে তাদের ন্যায্য সম্মানিভাতা পেতে দাবি জানান, অন্যথায় কঠোর কর্মসূচি দিবে বলে হুশিয়ারি দেন।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোছা: জোসনা আরা বলেন – আমরা জনপ্রতিনিধি সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকি। তারপরেও ১৫ মাস ধরে ঘুরতেছি বেতন ভাতা পাচ্ছি না। আমরা চাই দ্রুত আমাদের বেতন ভাতা দেওয়া হউক।
নান্দাইল ইউনিয়নের ইউপি সদস্য মো. খোকন মিয়া জানান- অনেক দিন যাবত নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মানি ভাতার বিষয়ে জানিয়েছি। উনি কোন পদক্ষেপ নিচ্ছে না। ১৫ মাস ধরে সম্মানিভাতা বন্ধ। ইউএনও বলেন উপজেলা ফান্ডে টাকা নাই।
অথচ গত ১৯ মে গত বছরের অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত সম্মানি ভাতা বাবদ ৩৩ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা এনসিসি ব্যাংক শাখায় রয়েছে। ডিসি মহোদয় বলেছে বেতন দিয়ে দিতে।
শেরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসহুদ পারভেজ জানান- ইউএনও ম্যাডাম বলেছিল উনি ঈদ করলে আমাদের নিয়ে করবেন কিন্তু কই ঈদে তো সম্মানি ভাতা পেলাম না।
আমাদের ইউপি সদস্যের ভিজিএফ, ভিজিডি, কৃষি প্রণোদনা সহ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করেছে। এই এইগুলো সুবিধা আমাদের কে দেওয়া হয়নি।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে প্রতিবেদন পাঠানো সময় পর্যন্ত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন- বিষয়টি আমি জেনেছি। ইউএনওকে সম্মানি ভাতা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।