
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০ হাজার ৩৭৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ ১০ কেজি করে চাল পেয়েছে। এ বছর অত্যন্ত সুষ্ট ও সুন্দর ভাবে রাজনৈতিক দল ও ছাত্র সমন্বয়ক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ বছর কোথাও কোন হরিলুটের খবর পাওয়া যায়নি।
জানা গেছে- ঈদ উপহার হিসেবে ভিজিএফের বীর বেতাগৈর ইউনিয়নের ১৩৭৩ টি পরিবারের মাঝে ১৩.৭৩০ মেট্টিকটন চাল, মোয়াজ্জেমপুর ইউনিয়নে ২৭৩৪ টি পরিবারে ২৭.৩৪০ মেট্টিকটন চাল, নান্দাইল ইউনিয়নে ২,০০০ পরিবারের ২০.০০ মেট্টিক টন,চন্ডিপাশা ইউনিয়নে ৩০৬০ পরিবারের ৩০.৬০০মেট্টিক টন,গাংগাইল ইউনিয়নে ২৬৯৫ পরিবারের ২৬.৯৫০ মেট্টিক টন,রাজগাতি ইউনিয়নে ২১৬৫ পরিবারের ২১.৬৫০ মেট্টিক টন,মুশুল্লি ইউনিয়নে ২৫৫২পরিবারের ২৫.৫২০মেট্টিক টন,সিংরইল ইউনিয়নে ২১৫৯ পরিবারের ২১.৫৯০ মেট্টিক টন,আচারগাঁও ইউনিয়নে ২২১১ পরিবারের ২২.১১০ মেট্টিক টন,শেরপুর ইউনিয়নে ২২৯৮ পরিবারের ২২.৯৮০ মেট্টিক টন,খারুয়া ইউনিয়নে ২২৩২ পরিবারের ২২.৩২০ মেট্টিক টন,জাহাঙ্গীরপুর ইউনিয়নে ২৮৪৫ পরিবারের ২৮.৪৫০ মেট্টিক টন ও চর বেতাগৈর ইউনিয়নের ২০৫১ পরিবারের ২০.৫১০ মেট্টিকটন চাল বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দকৃত চাল উপজেলার ১৩ ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম বলেন- অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কোন রকম সমস্যা সৃষ্টি হয়নি।