ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার পিস ইয়াবা সহ মো.ইব্রাহিম খান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক বিক্রির সময় তাকে মাদক সহ আটক করা হয়। আটককৃত ইব্রাহিম খান ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের বেহেত্তরী গ্রামের আ: মোতালিব খানের পুত্র।
শুক্রবার দুপুরে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানান- ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মো. নূর আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ইব্রাহিম খানকে এক হাজার ইয়াবা সহ আটক করে এসময় তার সাথে থাকা আরেকজন পালিয়ে যায়।
যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে। শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা-৩৬(১) সারণির ১০(ক) রুজু করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ আহমেদ বলেন- জুয়া ও মাদকের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা জিরো টলারেন্স গ্রহণ করেছে।