
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মিয়া কে বদলী ও রাজগাতী ইউনিয়নের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৬মে) বিকাল ৫ টায় রাজগাতি ইউনিয়নের শিমুলতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী জানান- উপজেলার রাজগাতি ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত মাহতাব উদ্দিনের পুত্র সোহেল রানা সঙ্গে প্রতিবেশী শওকত গংদের মধ্যে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ ছিল।
তা নিয়ে দুপক্ষের মধ্যে সালিশ দরবার হলেও দীর্ঘ দিন ফয়সালা না হওয়াতে গত ২৪ মে রবিবার দুপুর ২ টায় সোহেল রানার বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এসআই আব্দুস সালাম মিয়ার উপস্থিতে সালিশ দরবার বসে। সালিশ দরবারের এক পর্যায়ে মৃত সিরাজ উদ্দিনের পুত্র শওকত মিয়া, খলিল মিয়া, আসাদ মিয়া,লিয়াকত আলী,সেলিনা আক্তার, রোজিনা আক্তার স্থানীয় সালিশিদের উপস্থিতিতে হামলা করে এতে ৫-৬ জন কে আহত করে।
এঘটনার পর সোহেল মিয়ার রান্না করা খাবার নিয়ে যাওয়ার মত ঘটনা ঘটিয়েছে শওকত গংরা । মানববন্ধনে শওকত গংদের দ্রুত গ্রেফতার ও এসআই আব্দুস সালামের বদলী দাবি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে – ১৯৯৪ সালে সোহেল মিয়ার পিতা মৃত মাহতাব উদ্দিন ২৫ শতাংশ জমি শওকত মিয়ার পিতা মৃত সিরাজ উদ্দিন ও তার স্ত্রী মর্তুর্জার নিকট থেকে ক্রয় করে।
পরবর্তীতে ২০০৫ সালে সিরাজ উদ্দিনের নিকট থেকে ৩১.৫০ শতাংশ জমি ক্রয় করে মাহতাব উদ্দিন। দীর্ঘদিন মাহতাব উদ্দিনের পুত্ররা ভোগ দখল করে আসছে। ইদানিংকালে সিরাজ উদ্দিনের পুত্র শওকত গংরা জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে।
এসময় বক্তব্য রাখেন, আব্দুস রাশিদ মাষ্টার, বিএনপি নেতা লুৎফর রহমান, আলী আসলাম ভূঁইয়া, আলহাজ্ব আরজু মিয়া, লিটন মাষ্টার প্রমুখ।
ভোক্তভোগীরা এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সালাম মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।