নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলের ঐতিহ্যবাহী চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৮ উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) নান্দাইলের ১শত দরিদ্র পরিবারের মাঝে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ কার্যক্রম পরিচালনা করেন।
চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা বিগত ৫ বছর যাবত এ কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঈদ উপহার সামগ্রির মধ্যে এক কেজি পোলাও চাউল, আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, আধা কেজি তেল, ২৫০ গ্রাম পিঠা ও এক প্যাকেট দুধ। এছাড়াও ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা অসহায় দরিদ্র ছেলে মেয়েদের শার্ট, প্যান্ট ও জামা বিতরণ করেছে।