মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিহতের সহপাঠি,শিক্ষার্থী ও পরিবারের লোকজন। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলে নিহত মুরাদ হাসান ভূঁইয়ার সহপাঠী ও তার পরিবার দ্রুত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকার্মীদের বিচারের দাবি করেন। এসময় সড়ক অবরোধের ফলে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গত বছরের ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়রাম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হয়। এঘটনায় গত বছরের ১লা জুন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম,শহীদ স্মৃতি সরকারী আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম, ছাত্রলীগ নেতা মো. মুরাদ,মো. মাজহারুল,মিজান ও মো. আমিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুন। তাছাড়াও ৩/৪ জনকে অজ্ঞাত ও আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত মুরাদের পিতা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
এদিকে হত্যা মামলার পর থেকে সকলেই পলাতক থাকা অবস্থায় অনেকেই গ্রেফতার হয় ও অন্যরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। আবার অনেকেই পলাতক ছিলেন। তাদের মধ্যে মূলহোতা আশরাফুল আলম হামিম কে গত শুক্রবার বিমানে করে কাতারে পাড়ি দেওয়ার পূর্ব মুহুর্তে পুলিশ গ্রেফতার করে। রবিবার সকালে তাকে ময়মনসিংহ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। #