ময়মনসিংহের নান্দাইলে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ২০২৩ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৮জুন) সকাল ১১ টায় নান্দাইল টি.এস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এইসব কৃতি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে মহাসচিব এবিএম হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইমরুল হাসান বাবুল, যুগ্ন মহাসচিব শাহজাহান কবির, শিক্ষা সচিব আশরাফুল আলম, সদস্য নার্গিস সুলতানা, আল আমিন খান, হাফিজুল করিম, হাজী নুরুল আমিন, তাহমিনা আক্তার লিপি প্রমুখ।
অনুষ্ঠানে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৫০টি কিন্ডারগার্টেনের ৪৫২ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও ডায়েরী বিতরণ করা হয়।