নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে আওতায় বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি উপকরণ পারিবারিক পুষ্টি বাগান বিতরণ করেছে।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ২০৯ জন কৃষক কৃষাণীর মাঝে বিতরণের উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষকদের বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমি ব্যবহার করে
পারিবারিক বাগান স্থাপনে কৃষক কৃষাণীর মাঝে সার,বিভিন্ন শাক সবজির বীজ,ফলের চারা নেট বেড়া দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন, কামাল হোসেন, নুুরুল হক, সাংবাদিক মিন্টু মিয়া, শফিকুর রহমান, সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী।