নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের লিফলেট বিতরণ ও পথসভা দুই হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইলের চামটা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর তত্বাবধানে নান্দাইল উপজেলা যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ পথসভা হয় অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে র্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বিগত ১৬ বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনার নিশ্চয়ই এত নেতাকার্মী দেখেননি। কোথাও মিছিল মিটিং করতে গিয়ে ২০-৫০ জন নেতাকর্মী পেয়েছেন সেখানে এখন ৫শত জন নেতাকর্মী মিছিল মিটিং করে । এতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই নতুন মুখের ভীড়ে গত ১৬ বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদের উৎকৃষ্ট দালাল, আওয়ামীলীগার, চাঁদাবাজ,টগবাজ,দুর্বৃত্ত মিছিলে ঢুকে যেতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন – ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, সহ-সভাপতি মিজানুর রহমান লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,কামরুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন,ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক, সদস্য সচিব সাদ্দাম হোসেন,পৌর ছাত্রলের আহবায়ক ইমরান সরকার সহ ময়মনসিংহ উত্তর জেলা,নান্দাইল উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মীবৃন্দ।