নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীত উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় নান্দাইল পৌর সদরের আদর্শ পল্লী এলাকায় এ সামগ্রী বিতরণ করে কোয়ান্টাম ফাউন্ডেশন হাতিরপুল শাখা।
উপজেলার গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীত উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করে কোয়ান্টাম ফাউন্ডেশন হাতিরপুল শাখার পরিচালক মমিনুল ইসলাম রিংকু। এসময় উপজেলার এক শতাধিক শীতার্তদের মাঝে শীত উপহার বিতরণ করা হয়।
শীত উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোয়ান্টাম ফাউন্ডেশন হাতিরপুল শাখার দায়িত্বশীল আব্দুল্লাহ্ আল মাসুদ, দীপক সাহা,ডা: দিপা সাহা, কোয়ান্টিয়ার মাইন উদ্দিন মইন,তাসমিন হোসেন সুমি, অবসরপ্রাপ্ত বন বিভাগের কর্মকর্তা দিলীপ সাহা,অবসরপ্রাপ্ত ব্যাংকার বিকাশ সাহা, স্বেচ্ছাসেবী বিধান কৃষ্ণ গোস্বামী, সাংবাদিক মিন্টু মিয়া সহ প্রমুখ।