নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরের ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মেলার উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু আহমেদ তারিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ময়মনসিংহ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এসএস ফারহানা রহমান, নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান,সাংবাদিক বিল্লাল হোসেন সহ প্রমুখ।
বক্তরা জানান- নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৬ টি গ্রামে ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্প চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষকরা কিভাবে তাদের কৃষি কাজ সম্পাদন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন। এর আগে নান্দাইল উপজেলা পরিষদের মাঠে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। এসময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।