ময়মনসিংহের নান্দাইলে গরুর লাথিতে মো. সুমন মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে।
নিহত মো. সুমন মিয়া ওই গ্রামের আব্দুল আলীর পুত্র। সে বাড়ির পাশে মনিহারি দোকান ও গরুর ব্যবসা করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে- সোমবার দুপুরে দিকে মো.সুমন মিয়া গরু গোসল করিয়ে গোয়াল ঘরে রাখতে যায়। গোয়াল ঘরে গরু বেঁধে রেখে বের হওয়ার সময় গরু মো. সুমন মিয়ার কপালে লাথি মারে।
এতে সুমন মিয়া গোয়াল ঘরের সামনে মাটিতে লুঠিয়ে পড়ে। মাটিতে সুমন মিয়াকে পড়ে থাকতে দেখে মা আনোয়ারা খাতুন দৌঁড়ে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে রাস্তার তার মৃত্যু হয়।
নিহত সুমন মিয়ার মা আনোয়ারা খাতুন বলেন- দেখছি ছেলেটা গরু গোসল করিয়ে গোয়াল ঘরে নিয়ে গেছে। একটু পরেই দেখি সুমন বাহিরে পড়ে আছে। দৌঁড়ে গিয়ে জানি গরু তার কপালে লাথি মারছে। ছেলেটা শুধু আমার কাছে একটু পানি চাইছে।
মোয়াজ্জেমপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম বলেন, দুপুরের দিকে গরুর লাথিতে সুমন মিয়া মারা গেছে। তার কপালে গরুর লাথির দাগ রয়েছে। সে মনিহারি দোকান ও গরুর ব্যবসার করতো।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, গরুর লাথিতে মৃত্যু হয়েছে এমন বিষয়ে জানা নেই। তবে খোঁজ নিচ্ছি।