মো.মিন্টু মিয়া: ময়মনসিংহের নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন। সোমবার (১৪অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের চরভেলামারী আতাউরের মোড় বাজারে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. ফরিদ উদ্দিন চেয়ারম্যান অভিযোগ করেন- বিএনপির রাজনীতি করার কারনে একটি মহল তার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে। কুচক্রি মহলের এমন মিথ্যা বানোয়াট তথ্য প্রচারের নিন্দা ও প্রতিবাদও জানান তিনি। সেই সাথে গুজবকারীদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহবানও করেন তিনি।
লিখিত বক্তব্য মো. ফরিদ উদ্দিন চেয়ারম্যান জানান – চরবেতাগৈর ইউনিয়নের জনগণ তাকে জীবন বাজি রেখে তৎকালীন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন কে চ্যালেঞ্জ করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদে নির্বাচিত করে। সে থেকে তিনি সফলতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবায় কাজ করে আসছে। বিগত পাঁচ বছরে ইউনিয়নের ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা ও ৩০টি কালভার্ট নির্মাণ,বিভিন্ন হাট- বাজারে ৬টি অযুখানা ও ৫টি টয়লেট স্থাপন করেন তিনি। বিগত সরকারের আমলে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের ৫০% ভাগ দিয়েও চেয়ারম্যান ফরিদ উদ্দিন ইউনিয়নের গরিব ও দরিদ্র্য মানুষের জন্য ১১৫৫ জনকে বয়স্ক ভাতা, ৫৭১টি বিধবা ভাতা, ৭০৩ জনকে প্রতিবন্ধী ভাতা,১৯৪ জনকে ভিজিডি, ১৫৯ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা, ১৩৯৪ পরিবারকে টিসিবি ও ২০৫১ পরিবারকে ভিজিএফ কার্ডের ব্যবস্থা করে দেন।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান ফরিদ উদ্দিন আরও বলেন ইউনিয়নে ৩০ হাজার জনগণের মধ্যে ২২ হাজার ভোটার রয়েছে। ইউনিয়ন পরিষদের রুম সবার জন্য উন্মুক্ত,আমার কাছে যেতে কাউকে ধরতে হয় না, আমার কোন সিন্ডিকেট ও ছিল না। আমরা রাজনীতির করি সম্মানের জন্য, জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য। পাঁচ বছরে ইউনিয়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হয়েছে। এছাড়াও এই অর্থ বছরে বেরিবাঁধ,পাকা সড়ক,ভূমি অফিস-সহ প্রায় ১০০কোটি টাকার প্রকল্প বাস্তবায়নাধী রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন-চরবেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা- মো. আব্দুল মতিন, মো. ছমির উদ্দিন স্থানীয় ইউপি সদস্য মো. সুরুজ আলী ও আব্দুর রশিদ, ইউনিয়ন যুবদল নেতা মো. আলাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন সিকদার সহ প্রমুখ। এসময় চরবেতাগৈর ইউনিয়নের শত শত লোকজন সংবাদ সম্মেলনে উপস্থিত হন। ##