নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাফ কাওলা মূলে খরিদ করা এক কৃষকের ৭ কাঠা (৭০ শতক) জমি থেকে আধাপাকা বোরো ধান কেটে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সাভার গ্রাম থেকে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ওই জমির ধান কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে – ঝালুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আলাল উদ্দিন পরিবার নিয়ে ৩০ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। গত ১৫ বছর আগে আলাল উদ্দিনের চাচাতো ভাই আব্দুল রউফ আলাল উদ্দিনের সাত কাঠা (৭০শতাংশ) জমি বিক্রি করে দেন সাভার গ্রামের ইসলাম উদ্দিনের কাছে।
আব্দুল রউফের দাবি চাচাতো ভাই আলাল উদ্দিনের কাছ থেকে ক্রয় করে ইসলাম উদ্দিনের কাছে বিক্রি করা হয়েছে।
এদিকে ইসলাম উদ্দিন সাত কাঠা (৭০শতাংশ) জমি ক্রয় করে ২কাঠা (২০শতাংশ) জমি রেহেনা খাতুন গির্বী (বন্ধক) দেন। মঙ্গলবার সকালে আলাল উদ্দিনের লোকজন জোর পূর্বক পুরো ৭ কাঠার বোরো ধান কেটে নিয়ে যান।
রেহেনা খাতুন বলেন, টাকা দিয়ে জমি বন্ধক নিয়েছিলাম আমার কি দোষ ছিল,আমিতো ইসলাম উদ্দিনের কাছ থেকে ওই জমিটা গির্বী (বন্ধক) নিয়েছিলাম। আমার চাষ করা ধান তারা কেন কেটে নিল?
আলাল উদ্দিন জানান, তার চাচাত ভাই আব্দুর রউফ জালিয়াতির আশ্রয় নিয়ে ওই জমি বিক্রি করে দিয়েছে যা তিনি জানেননা। কিন্তু আব্দুর রউফ জানান,তিনি যা করেছেন আলাল উদ্দিনের পরামর্শেই করেছেন,কিন্তু এখন সবকিছু অস্বীকার করছেন।
ইসলাম উদ্দিন বলেন, প্রকৃত মালিকের কাছ থেকে দলিল দেখ জমি ক্রয় করেছি। দাম বেড়ে যাওয়াতে আলাল উদ্দিন এখন তালবাহানা শুরু করে দিছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিষয়টি আমার জানা নেই, সম্ভবত ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।