নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” পতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের সামনে যুব দিবসের এক র্যালি অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে বিবিসি জরিপের প্রভাবশালী নারী যুব উদ্যোক্তা সানজিদা ইসলাম ছোঁয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজীব আহমেদ,নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা মো. মোজাম্মেল হক,জাতীয় যুব কাউন্সিলের সদস্য সফল যুব উদ্যোক্তা বিধান কৃষ্ণ গোস্বামী, সাংবাদিক শাহজাহান ফকির সহ প্রমুখ। #