নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে তারুণ্য আর্তসেবা ফাউন্ডেশনে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
তারুণ্য আর্তসেবা ফাউন্ডেশনে সভাপতি মো. এইচ.এম মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাফেজ হামিদুজ্জামান, বিশেষ অতিথি মুফতি আব্দুল কাদির নোমানী, কলামিষ্ট সাইদুর রহমান ,সমাজসেবী মাহবুব আলম, সংগঠনের উপদেষ্টা ডা: গোলাম মোস্তফা সহ প্রমুখ।
বিনা মূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন অনুষ্টানে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- তারুণ্য আর্তসেবা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. মুক্তাদির আলম পাপন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা খাইরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দে রাব্বি আফফান, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ নাজিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফেজ আনোয়ার,অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া,সহ অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক মো. জিহাদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. পলাশ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মুজিবুর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।