নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নিরীহ শাহজাহান মিয়া (২৫) ও তার পরিবারের উপর জমি সংক্রান্ত জেরে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (২৭ মার্চ) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে আবু হানিফা ও হারুন মিয়া গংদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
এতে হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নিরীহ পরিবারের ৫ জনকে মারধর, বাড়িঘর ভাংচুর, লুটপাট করে। এ ঘটনায় ভোক্তভোগী শাহজাহান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, বাতুয়াদী গ্রামের জুবেদ আলীর পুত্র আবু হানিফা (৫৮), হারুন মিয়া (৩৫), আবু হানিফার স্ত্রী রাহিমা খাতুন (৫৬), পুত্র আল আমিন (৩০), নুরুল আমিন (২৭), রুহুল আমিন(২৫), আকামিন (২৩), আমিন (২১), শামীম মিয়া (১৯), আল আমিনের স্ত্রী জেসমিন আক্তার (২৫), হারুন মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩০), উজ্জল মিয়ার পুত্র রবিন মিয়া (২৩), আবাল হোসেনের পুত্র শাকিল মিয়া (২২) বাবুল মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও কড়াইকান্দি গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র আদু মিয়া (৪৫)।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র শাহজাহান মিয়া (২৫) সাথে তারই মামা আবু হানিফা ও হারুন মিয়া গংদের জমি সংক্রান্ত বিষয়াদী নিয়ে মামলা চলছিল। গত বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে আসামীগণ পূর্ব পরিকল্পিত ভাবে বাড়িতে ঢুকে শাহজাহানের মামা সিদ্দিক মিয়া (৩০), মামী লাইলী আক্তার (২৫), প্রতিবেশী নানী রিনা আক্তার (৫৬) কে মারধর করে।
আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আবারও আসামী সহ অজ্ঞাত নামা ১০/১২ জন বাড়ি ঘরে হামলা করে। এতে শাহজাহানের মা নূরজাহান আক্তার (৬০),ভাই বোরহান মিয়া (১৭) বাঁধা দিলে তাদের কে মারধর করে শ্লীলতাহানি ও রক্তাক্ত করে।
হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে টিনের বসতঘর, গোয়াল ঘর, কুপিয়ে ভাংচুর করে। ঘরে থাকা দুটি খাট, একটি সুকেজ, ফ্রিজ, সেলাই মেশিন, লেপ, তোষকসহ প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও ঘরের ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ ২০ হাজার টাকা, একটি ষাড় ও বকনা আনুমানিক মূল্য এক লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আশে পাশের লোকজন জড়ো হলে হামলাকারী পালিয়ে যায়।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আবু হানিফাকে বাড়িতে পাওয়া যায়নি। তার ছেলে আকামিন বলেন, এঘটনার সাথে আমরা জড়িত না।
ভোক্তভোগী শাহজাহান মিয়া বলেন, ঘটনার পর থেকে হামলাকারীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের সঠিন বিচার দাবি করছি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।