নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। রবিবার (২রা ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করেন সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়।
এমপি তুহিনের নির্দেশে লিফলেট বিতরণ করেন জাহাঙ্গীরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন,মিশু, হৃদয় মিয়া, জিহাদ মিয়া,নান্দাইল পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক নাদিম সহ প্রমুখ।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে জাহাঙ্গীরপুর সীডস্টোর বাজারে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন- গোপনে তারা দুই একটা দোকানে লিফলেট দিয়েছে শুনেছি। তাৎক্ষণিক বিএনপি প্রতিবাদ মিছিল করেছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন- ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।