নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহে নান্দাইলে নিষিদ্ধ ৭৬৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)দুপুরে নান্দাইল রোড বাজার ও নান্দাইল মধ্যবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফয়জুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও নান্দাইল মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়জুর রহমান বলেন- নান্দাইলের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।