নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের নৌকার সমর্থনে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) দুপুর ১২ টায় নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি পারভেজ আজাদ সোহাগ ফকিরের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নান্দাইল উপজেলা চত্বরে থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুন বাজার প্রদক্ষিণ করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে হয়ে নান্দাইল বাজার ঘুরে পূণরায় উপজেলা বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিবুল্লাহ লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু নাঈম ভূইয়া ফারুক,উপজেলা যুবলীগের নেতা রেজাউল করিম ভূইয়া রানা, মাজহারুল ইসলাম রনি, নিপুণ, মামুন, এটিএম মজিবুর হক, সিদ্দিকুর রহমান সুমন, পলাশ, হারিস, অভিদাস প্রণয়, মিলন, মাসুম।
নান্দাইল উপজেলা ছাত্র লীগের নেতা ও সাবেক চন্ডিপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি দিদার মাহমুদ হীরণ, আলী হায়দার রাজন, যুগ্ন সাধারণ সম্পাদক রবিন, অপি। নান্দাইল পৌর ছাত্র লীগের সহ-সভাপতি এনামুল, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক শরিফুল করিম, সাংগঠনিক সম্পাদক হবিকুুল ইসলাম, কবির, তানভীর, সজিব, পিয়াস, জাহিন, রায়হান, মেহেদী, বিজয়, সহ প্রমুখ।
মিছিল শেষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মঞ্চে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক হাজ্বী নাজিবুল্লাহ লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু নাঈম ভূইয়া ফারুক, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আজাদ সোহাগ ফকির।
এসময় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নান্দাইল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের অগ্রণী ভূমিকা রাখার আহবান করেন।