নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ -৯(নান্দাইল) আসনের নৌকার মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম কর্মী সভায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায় চন্ডিপাশা সরকােী উচ্চ বিদ্যালয়ের মাঠে নান্দাইল উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তর মতিউর রহমান ভূইঁয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, সাবেক পৌর মেয়র আব্দুর সাত্তার ভূইয়া উজ্জল, মহিলা নেত্রী ওয়াহিদা হোসেন রুপা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, শাহাবুদ্দিন ভূইয়া, এডভোকেট আসাদুজ্জামান নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মুসফিকুর রহমন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিবুল্লাহর লিটন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, কেন্দ্রীয় উপকমিটির সদস্য আলমগীর কবির দোলন, শাহজাহান কবির সুমন, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল সহ প্রমুখ।