নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপির বিরুদ্ধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া অপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকাল ৩ টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে নির্বাচনী ক্যাম্পে লিখিত সংবাদ সম্মেলন করেন দোয়াত কলম প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়কারী চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া।
শাহাব উদ্দিন ভূঁইয়া তার বক্তব্যে অভিযোগ করেন গত ২৬ মে আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের ভিত্তিহীন অভিযোগ করেছেন৷ সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে অশোভন ও অযৌত্তিক বানোয়াট তথ্যের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এসব গুজব রটিয়ে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া নিজের অপকর্ম আড়ালের চেষ্টা করেছে। নির্বাচনে প্রচারণায় না গিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষন্ন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপ্রচারে লিপ্ত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- দল থেকে কাউকে বহিষ্কার করা হয়নি যারা বলে এমন কথা তা মিথ্যা।
সংবাদ সম্মেলনে দোয়াত কলম প্রতীকের সহকারী সমন্বয়কারী আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন- বর্তমান সরকার নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। পরিকল্পনামন্ত্রী দল থেকে কাউকে সমর্থন দেয়নি। যারা এইগুলো রটিয়ে বেড়াচ্ছে তা মিথ্যা। দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহান দলের সাধারণ সম্পাদক আমরা উনার দলের হয়ে কাজ করছি।
এবিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া বলেন- আমি যা বলেছি সব সত্য। পরিকল্পনামন্ত্রী মোবাইলের মাধ্যমে খুঁদে বার্তা পাঠিয়ে
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান কে দোয়াত কলম প্রতীকে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু, নান্দাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসন, যুবলীগ নেতা আবু নাঈম ভূঁইয়া ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম জয় সহ প্রমুখ।