নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: নান্দাইলের শেরপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোয়াজ্জেম হোসেন সুরুজের পুত্র সাহেদ আলীর বাড়িতে প্রতিবেশী লিঙ্কন, নয়ন ও আসাদের নেতৃত্ব হামলা ও ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪নভেম্বর) রাত ১২ টার দিকে রাজাবাড়িয়া গ্রামের পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
ভোক্তভোগীরা জানান – গত বৃহস্পতিবার দুপুরের দিকে সাহেদ আলীর পুত্র বাছেদ এর সঙ্গে প্রতিবেশী গণি মিয়ার পুত্রবধূ শিল্পী আক্তারের কথার কাটাকাটি হয়। এঘটনায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা এতে এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর সূত্র ধরে বৃহস্পতিবার মধ্য রাতে গণি মিয়ার পুত্র লিঙ্কন, নয়ন ও রিপনের নেতৃত্বে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাহেদ আলীর বাড়িতে হামলা ও লুটপাট চালায়। হামলায় সাহেদ আলীর বসতঘর ভাংচুর ও লুটপাট করে , মৃত চাঁদ মিয়ার পুত্র বাচ্চু মিয়া বসতঘর, বাচ্চু মিয়ার পুত্র মোস্তাকিমের বসতঘর, সিদ্দু মিয়ার পুত্র জিন্নাহ্’র বসতঘর ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় ৪ টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাটে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ভোক্তভোগী পরিবার জানান।
ভুক্তভোগী সাহেদ আলীর পুত্র বধূ ববিতা,মিম ও সীমা আক্তার কান্নাকাটি বলেন – পূর্বপরিকল্পিত ভাবে আমাদের বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে। আমাদের তিন ঘরের প্রায় ১০ ভরি সোনা ও বিদেশী মুদ্রা সহ নগদ ৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
জিন্নাহ মিয়ার পরিবারের প্রায় ২ লাখ ৭০ হাজার ও দুই ভরি সোনা, বাচ্চু মিয়ার নগদ ১লাখ ২০ হাজার টাকা, মোস্তাকিমের নগদ ৭০ হাজার টাকা সহ আসববাপত্র লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ উদ্দিন বলেন- অভিযোগ পেলে বিষয়টি তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।