২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ১২:১৯| শীতকাল|
শিরোনাম:
বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে ১০ লাখ টাকা লুট, থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রিশালে পৌষালী পাঠোৎসবে হাজারো দর্শনার্থীর ভীড় গুম-খুনের সঙ্গে জড়িতেদের বিচারের সম্মুখীন করতে হবে- আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন  ফুলপুরে ২৫ বছর পর জামায়াতে ইসলামীর সম্মেলন নান্দাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন গ্রেফতার  তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম ইউরোপ পাঠানোর আশ্বাসে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নান্দাইলে বরিল্লা কে এ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৬ শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২ জন

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৭, ২০২৩,
  • 131 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে একটি বিদ্যালয়ে এ বছর ৪৬ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ২ জন কৃতকার্য হয়েছে। এইচএসসিতে এমন নাজুক ফলাফলে এলাকাতে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কেরামত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে।

জানাগেছে- ১৯৫৭ সালে কেনামত আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে কলেজ পর্যায়ের আবেদন করলে সে বছরই প্রতিষ্ঠানটি কলেজের স্বীকৃতি পায়। উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জাহাঙ্গীরপুর ইউনিয়নে প্রতিষ্ঠানটি তেমন খোঁজ খবর না থাকায় চরম অবস্থায় পড়ে। বিদ্যালয়টিতে স্থানীয় কোন শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানটিতে পাঠদান পরিচালিত হত৷

গত বছর ২০২২ সালে কোনো শিক্ষার্থীই ছিল না। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ২ জন কৃতকার্য হন। আর অকৃতকার্য হয় ৪৪ জন। এমন ফলাফলে প্রতিষ্ঠানটির আশে পাশের এলাকবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা অভিভাবক মো. জাহাঙ্গীর আলম জানান- একটি ঐতিহ্যবাহী পুরোনো প্রতিষ্ঠানের ফলাফল এমন খারাপ হওয়া ঠিক না। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়।

কেরামত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রোসমত আরা বেগম বলেন- কলেজটিকে কোনো স্থায়ী শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে।সব শিক্ষার্থীরা তো ফাইনাল পরীক্ষার আগে বিদ্যালয়ের সব পরীক্ষাতেই ভাল করছিল। কিন্তু ফাইনাল পরীক্ষায় ফলাফল এত খারাপ করবে ভাবতে পারেনি।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল জানান, এইচএসসি পরীক্ষায় এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ