
নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় মোয়াজ্জেমপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সৈয়দগাঁও বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর তত্ত্বাবধানে শনিবার (২২ মার্চ) ৬ নং ওয়ার্ডের সৈয়দগাঁও হযরত শাহ্ গুরুণ বুড়াপীর (রা:) মাজার মাঠে এ আয়োজন করা হয়।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু রায়হান খানের সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম সোহেল এর সঞ্চালনায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য আবু তাহের,নজরুল ইসলাম, সাইদুল ইসলাম সোহাগ, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি জুবায়ের হোসেন শাকিল, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের যুগ্ন-আহবায়ক জি এম ইলিয়াছ খান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল রানা, নান্দাইল উপজেলা যুবদল নেতা নাঈম সহ প্রমুখ।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন ও ৬ নং ওয়ার্ড সৈয়দগাঁও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিব্বির আহমেদ বাচ্চু।