নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ৮৫ জন নেতা–কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ী ভাংচুর সহ জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগ আনা হয়েছে।
মামলার বিষয়টি মুঠোফোনে সময় খবর কে নিশ্চিত করেছে মামলার বাদী নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্ল্যাহ্ মির্জা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার ঝালুয়া ব্রিজের পাশে বিএনপির নেতাকর্মীরা পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে।
সেই সাথে সরকার বিরোধী উসকানীমূলক বক্তব্য দিতে থাকে। পুলিশের উপস্থিত টের পেয়ে রাস্তা থেকে সরে যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে জনগনে আতঙ্ক সৃষ্টি করে রাস্তায় গাছের গুড়ি ফেলে অটো ও ট্রাক ভাংচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এসময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনা স্থল থেকে বিএনপির কর্মী মো. আব্দুল মনসুর (৪৫) ও পাভেল মাহমুদ (৩২) কে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ০২ টি টায়ারের পুড়া অংশ, ১০ টি ছোট ইটের টুকরো, ০৭টি গাড়ীর ভাঙ্গা কাচের টুকরো, ০৩ টি কাঠের টুকরো জব্দ করে।
এঘটনায় বুধবার রাতে বাদী হয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্ল্যাহ্ মির্জা বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞানামা ৩০-৩৫ জনসহ ৮৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী মুঠোফোনে সময় খবরকে বলেন, নান্দাইলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। তবুও মিথ্যা গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
নান্দাইল মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) ও মামলার বাদী শফিউল্লাহ মীর্জা বলেন, মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।