মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে তেলের চাহিদা পূরণে স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল বারি-১৪ সরিষার বীজ বিতরণ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর)সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর নান্দাইল ও সরেজমিন গবেষণা বিভাগ বারি ময়মনসিংহের আয়োজনে সরিষা বীজ বিতরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ডিএই, ময়মনসিংহ কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় বীজ বিতরণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক, বারি ড. ফেরদৌসী বেগম, সিএসও, বারি ড.মো. মাজহারুল আনোয়ার সহ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
মতবিনিময় সভা শেষে নান্দাইলে ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ৫শত কৃষকের মাঝে বারি সরিষা-১৪ বীজ বিতরণ করা হয়।