নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্মসূচী শুরু করেন তারা। গত ৭ দিন যাবত এ কর্মসূচি পালনের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশেক আলী মন্ডল এর নেতৃত্বে নান্দাইল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ফয়সাল, লিংকন, মারফি,মোহাইমিনুল, হাবিব, মাহফুজ, সাইকুল, আলামিলন, মেহেদী সহ অনেকেই উপস্থিত ছিল।
বিতরণকৃত লিফলেটে জুলাই অভ্যুত্থানে শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রতি প্রদান, অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিস্কার উল্লেখ থাকতে হবে, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতা পরিস্কার করতে হবে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, নতুন রাজনৈতিক দল বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রতি, জুলাই অভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা লক্ষ্য ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্তি করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। উল্লেখিত ৭ দফা দাবি দ্রত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশেক আলী মন্ডল বলেন – কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঘোষণা পত্রের দাবি গুলো মানুষের কাছে তুলে ধরেছি। তাদের কাছে যৌক্তিক কথাগুলো বলেছি এবং লিফলেট বিতরণ করেছি ৷