নান্দাইলে পবিত্র ঈদ-আযহা উপলক্ষে দুস্থদের মধ্যে বরাদ্দকৃত ভিজিএফের চাল পায়নি উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের ১৫১ টি পরিবার।
বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভোক্তভোগীরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার (২০জুন) বিকাল ৩ টায় বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী উত্তরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নূর খান শাহারিয়ার।
লিখিত বক্তব্য তিনি বলেন, ঈদ উপলক্ষে গত ১৫ জুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার অস্থায়ী কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করেন। আমি ভিজিএফ কার্ডের তালিকাভুক্ত ভোক্তভোগীদের চাল উত্তোলন করার জন্য ইউপি কার্যালয়ে পাঠাই। কিন্তু ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন চাল না দিয়ে ভোক্তভোগীদের ধমক দিয়ে বিদায় করে দেয়।
এর ফলে ১৫১ জন ভোক্তভোগী ভিজিএফের চাল পাওয়া থেকে বঞ্চিত হয়। বর্তমানে ভিজিএফের চাল বিতরণের সরকারে ভাবমূর্তী নষ্ট করার ষড়যন্ত্র করছে। এছাড়াও এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও করেন।
সংবাদ সম্মেলনের পাশে অর্ধশতাধিক ভোক্তভোগী ভিজিএফের কার্ড নিয়ে বিক্ষোভ করে চাল ফেরতের দাবি করেন।
ভোক্তভোগী কুশেদা খাতুন বলেন, ঈদ আইলেই চাল পাই এইবার কার্ড নিয়ে গেছি চেয়ারম্যান আমাকে ঘাড়ে ধরে বের করে দিছে। সকাল ৯ টায় গেছিলাম বিকাল ৩ টায় খালি ব্যাগ নিয়ে বাড়ি আইছি।
আবুল কাশেম খান নামের ভোক্তভোগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা জানান, চেয়ারম্যানের গুন্ডা বাহিনী আছে তারা কার্ড থাকার পরেও বের করে দিছে। কিছু বলা যায় না এদের কে। আমরা তো অসহায় মানুষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মন্ডল,
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ফরাজী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহার, শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমানসহ অর্ধশতাধিক ভোক্তভোগী।
এ বিষয়ে জানতে চাইলে বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ভোক্তভোগী কার্ডধারীরা আসতে দেরি করায় আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করে নতুন তালিকার মাধ্যমে চাল বিতরণ করেছি।