বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলার শাখার অধিনস্থ মুশুলী ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২জুন) বিকাল ৪ টায় মুশুলী উচ্চ বিদ্যালয়ের ঝাকঝমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী।
মুশুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ফুরকান উদ্দিনের সভাতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক মাস্টারের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক মুমিন হোসেন মাষ্টার, নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, উপজেলা বিএনপির সদস্য মো. আবু তাহের মিয়া,মাওলানা আবুল হাশেম, মো. রফিকুল ইসলাম, মো. খোকন পাঠান, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা এম.এ আলমগীর, মুশুলি ইউনিয়ন বিএনপি নেতা রুকুনজ্জামান প্রমুখ।
কর্মী সম্মেলন উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন- বিএনপি একটি আদর্শিক দল,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে দল পরিচালিত হচ্ছে। নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব আমাকে দিয়েছে।
নান্দাইলে সর্বপ্রথম মুশুলি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করেছি। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। যারা দলের নিবিদিত কর্মী, দলের জন্য আন্দোলন সংগ্রাম, জেল কেটেছেন তাদের কে সঠিক মূল্যায়ন করা হবে।
নান্দাইলের বিএনপির ৯৫% নেতাকর্মী আমার নেতৃত্বে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। বাকী ৫% নিয়ক্রিয়ভাবে ঘুরাফেরা করছেন। আমার সাথে ছবি তুলে বাহিরে চাঁদাবাজি করবেন কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন।