নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে আমিনা আক্তার (২৪)নামের এক সন্তানের জননীকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালে ১৪ ডিসেম্বর বাদী হয়ে স্বামী মো. আমিনুল ইসলাম (২৯) আসামী করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট আমলী ৯নং আদালতে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- ২০২১ সালের ১৬ মে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামের আবুল কাশেমের মেয়ে আমিনা আক্তারের বিয়ে হয় পাশ্ববর্তী আচারগাঁও ইউনিয়নের আমোদাবাদ চানপুর গ্রামের মো. হালিম উদ্দিনের পুত্র আমিনুল ইসলামের সাথে।
বিয়ের সময় স্বর্ণালংকারসহ ৭০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরিফুল নামের এক সন্তান জন্ম হলে স্বামী আমিনুল ইসলাম খরচাদি নিয়ে বাহনা করে। এরপর আমিনুল ইসলাম বিদেশ যাবার কথা বলে স্ত্রী আমিনা আক্তারকে চাপ দেয়।
এক পর্যায়ে বাধ্য হয়ে আমিনার বাবার কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করে। আমিনুল ইসলাম বিদেশ না গিয়ে এলাকার বগাটে ছেলেদের সাথে আড্ডা দিয়ে সাকুল্য টাকা খরচ করে পেলে। পরবর্তীতে আবারও যৌতুকের জন্য ৩ লক্ষ টাকা দাবি করে শারিরীক মানসিক ভাবে নির্যাতন করে।
যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী আমিনা আক্তারকে বেদর মারধর করে। এতে আশে পাশের লোকজন উদ্ধার করে আমিনার বাবার বাড়িতে খবর দেয়।
এ নিয়ে সালিশ দরবার হলেও স্বামী আমিনুল ইসলাম ৩ লক্ষ টাকা যৌতুক ছাড়া আমিনা আক্তারের সাথে সংসার করবে না বলে জানান। পরবর্তীতে আমিনা আক্তার সন্তান সহ তার বাবার বাড়িতে চলে যান।
আমিনা আক্তার এক সন্তান নিয়ে বর্তমানে বাবার বাড়িতে বসবাস করায় মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় ভুক্তভোগী নারী আমিনা আক্তার পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন।