নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক ও কেয়ার টেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইসলামী ফাউন্ডেশন নান্দাইল কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- নান্দাইল উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা ছাইয়েদুল ইসলাম।
মাসিক সমন্বয় সভায় মাওলানা এমদাদুল হকের সঞ্চালনায় কোরআন থেকে তেলোওয়াত করেন, মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রস্তাবিত আহবায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুক।
বিশেষ অতিথি শামছ-ই তাবরীজ রায়হান, বিভিন্ন কেন্দ্রের শিক্ষক সহ প্রমুখ।
এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার ১৭৫টি কেন্দ্রের শিক্ষক ও কেয়ার টেকার উপস্থিত ছিলেন।