মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘদিন ধরে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি হত। এতে করে অটো রিক্সা, সিএনজি চালকদের জিম্মি করে চাঁদা আদায় করতো এক শ্রেণীর চাঁদাবাজ।
এমন পরিপ্রেক্ষিতে নান্দাইল উপজেলার পৌরসভা এলাকায় সড়ক পথে সকল প্রকার চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম।
গত মঙ্গলবার থেকে নান্দাইল পৌরসভার নির্ধারিত ১০ টাকা ঢোল ব্যতিত সকল ধরনের চাঁদা বন্ধ করে দেওয়া হয়েছে।
চাঁদা বন্ধ করে দেওয়ার খবরে চালকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে অটো ও সিএনজি প্রতি ৩০ টাকা চাঁদা এবং ট্রাকের প্রকারভেদে ৫০ থেকে ৮০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করতো।
মঙ্গলবার বিকালে কয়েকজন অটোচালকের সাথে কথা বলে জানা যায়- একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে প্রতি দিন চাঁদা নিত। তাছাড়াও মাসিক চাঁদা ও বার্ষিক চাঁদাও চালকদের কাছ থেকে জিম্মি করে আদায় করতো।
চাঁদাবাজদের ভয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক অটোচালক বলেন- কষ্ট করে টাকা ইনকাম করে নান্দাইল আসলেই ৩০ টাকা জোর করে নিয়ে নেয়। আমাদের তো কিছু করার নেই প্রতিবাদ করলেই জোর করে চাবি নিয়ে নেয়। আবার বেশি কিছু বললে মারধর ও গালিমন্দ করে। এহন খুব ভাল লাগছে চাঁদা মুক্ত হয়েছে অটো স্ট্যান্ড হয়েছে।
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নির্বাচনের পূর্বে অটো রিক্সা, সিএনজি চালকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কথা দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে এই চাঁদা বন্ধ হবে। আমাদের নির্বাচনের ওয়াদা রক্ষাকল্পে মঙ্গলবার থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।