
ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নান্দাইল থানার বিপরীতে নান্দাইল মডেল প্রেস ক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থানসহ জনসচেতনতামূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (অব.) বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি নান্দাইল আসন থেকে বিএনপির আমাকে মনোনীত করে, তবে আমার জন্মভূমি নান্দাইলের জন্য উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মাঝে মডেল নান্দাইল হিসেবে পরিচিত করে দেবো।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক নোমানী, নান্দাইল উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ও পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক রানা, নান্দাইল মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।