নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী গোলরক্ষক মিলি আক্তার কে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।
নান্দাইল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আলম ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমে ফুলের তোরা দিয়ে সাফ জয়ী গোলরক্ষক মিলি আক্তার কে সংবর্ধনা জানান ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এসময় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর বাট,উপজেলা কৃৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা,
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁঞা, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক এনামুল হক বাবুল,মিলির বাবা শামছুল হক,মা আনোয়ারা বেগম ও কোচ দেলোয়ার হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের থেকে মিলি আক্তারকে ১লাখ ৫০ হাজার টাকার চেক প্রধান করেন।
মিলি আক্তার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের কলা বিক্রেতা শামছুল হকের কন্যা। সে বাংলাদেশ সাফ নারী দলের দ্বিতীয় গোলরক্ষক ছিলেন। বর্তমানে মিলি আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর দলের গোলরক্ষক।
সংবর্ধনা পেয়ে মিলি আক্তার বলেন- অনেক জায়গায় আমাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। কিন্তু নিজ এলাকায় বাবা মা কে নিয়ে এরকম সংবর্ধনা পেয়ে খুবই আনন্দিত লাগছে। আগামী আমরা আবারও জয়ী হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জল করতে চাই।