নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের স্বতন্ত প্রার্থী (ঈগল প্রতীক) এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার জাহাঙ্গীরপুর সিডস্টোর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনোয়ারুল আবেদীন খান।
এর আগে দুপুর থেকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের নেতাকর্মীরা বিভিন্ন দলে দলে এসে জড়ো হন। পরে সিডস্টোর বাজারে জনসভায় হাজার হাজার মানুষের ঢল নেমে পড়ে।
জনসভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা জুয়েল, ২ নং মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার শিউলি, ৩ নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, ৬ নং রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঞা, ১১ নং খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল সহ ইউপি সদস্যগণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচনী জনসভায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।