নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ করে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা লক্ষ্যে সোমবার (২৬ আগষ্ট) বিকালে উপজেলার মোয়াজ্জেম ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নুরুল হক,বিশেষ অতিথি মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক,এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. নুরুল হক বলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি অঙ্গ সংগঠন। আমরা বিএনপির স্বেচ্ছাসেবক হিসেবে দলের কান্ডারি হিসেবে কাজ করছি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ করতে আমরা সারা নান্দাইলে এ কার্যক্রম চালিয়ে যাব। জননেতা নাসের খান চৌধুরীর হাত কে শক্তিশালী করতে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই।