নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া সড়কের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কোলাহানী গ্রামের মো. নাসির উদ্দিন স্ত্রী সাথী আক্তার (২৩), কিশোরগঞ্জ সদর ভট্রাচার্য গ্রামের মৃত ইন্তাজ বেপারীর পুত্র ইদ্রিস আলী (৪৮)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরগঞ্জ সদর থেকে সিএনজি যোগে সাথী আক্তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি নেত্রকোনায় যাচ্ছিলেন। অন্যদিকে একই সিএনজি যোগে ইদ্রিস আলী আঠারোবাড়ি ছাগল কিনতে যাওয়ার পথে নান্দাইলের বাঁশহাটি ফুলবাড়িয়া এলাকায় ধান বোঝাই ট্রাক কে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে যায়।
এতে সিএনজিতে থাকা সাথী আক্তার ঘটনা স্থলে নিহত হন। অন্যদিকে ইদ্রিস আলীকে আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধান বোঝাই ট্রাক ও সিএনজি জব্দ করে থানা নিয়ে আসলেও ট্রাক ও সিএনজির চালক ঘটনার পরেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি।
সোমবার দুপুরে নান্দাইল মডেল থানায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় নিহত সাথী আক্তারের মরদেহ থানার মাঠে কাপড়ে মোড়ানে অবস্থায় পড়ে রয়েছে। মরদেহের খানিকটা দূরে দুর্ঘটনায় বেঁচে যাওয়া সাথী আক্তারের আট বছর বয়সী ওয়ালী উল্লাহ্ সাদ রিদিন কে স্বজনরা সান্তনা দিচ্ছে।
তার পাশেই তার নানী রাহেলা আক্তার মেয়ের মৃত্যৃতে কান্নায় ভেঙ্গে পড়েছেন। মুচরে যাওয়া সিএনজিতে রক্ত, লেবু ও রুটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
নিহত সাথী আক্তারের মা রাহেলা আক্তার বলেন, মেয়ের জামাই সৌদি আরব প্রবাসী। ঈদ করার জন্য জামাইয়ের বাড়ি থেকে নাতিকে নিয়ে আমাদের এখানে যাচ্ছিল। পথেই দুর্ঘটনা ঘটে। আমার সাথে ঈদ করার ভাগ্য হল না সাথীর।
নিহত ইদ্রিস আলীর বড় ভাই সিদ্দিক বলেন, আমার ভাই গরু ছাগলের ব্যবসা করে। সকালে আঠারোবাড়ি যাবার জন্য বের হলে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- ট্রাক ও সিএনজির মধ্যকার সংঘর্ষ দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন কিশোরগঞ্জ হাসপাতালে অন্যজনের মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহ নিতে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছে পরিবার।