নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র একদফা দাবিতে হরতাল-অবরোধের সমর্থনে উপজেলার সীমান্তবর্তী কানারামপুর নামক স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল বের করে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খাঁন চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ব্যানার সহকারে উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
বিক্ষোভ মিছিলে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক মাহবুব আলম রবিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা প্রমুখ।