২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৭:৫১| হেমন্তকাল|

নান্দাইলে হাসিনার ফাঁসির দাবি ও ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৫, ২০২৪,
  • 22 Time View

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের ফাঁসির দাবি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নান্দাইল উপজেলা যুবদল। রবিবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয় মাজার বাসস্ট্যান্ডে সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান  চৌধুরী তত্ত্বাবধানে উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয় মাজার বাসস্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর বাজার পদক্ষিণ করে মাজার বাসস্ট্যান্ডে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি জানান। সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় অগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ