নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
নান্দাইলে ১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান সুমন (২২) নামের এক যুবক কে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে আসামীকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার আগে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ইয়াবা সহ সুমন কে গ্রেফতার করা হয়।
মাহমুদুল হাসান সুমন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মাহমুদুল হাসান সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রিশাল গামী পাঁকা রাস্তা থেকে গ্রেফতার করে। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই (নিঃ) মো. সোহরাব আলী, এসআই (নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট সহ ফোর্স।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই (নিঃ) মো. সোহরাব আলী জানান- গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।