নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ২৭ বছরের ভোগদখলীয় কৃষি জমি জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রভাবশালীর বিরুদ্ধে । প্রভাবশালীরা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাটি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জজ মিয়ার ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম,খাইরুল ইসলাম ও রফিক গংদের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
কুরাটি গ্রামের ভুক্তভোগী আব্দুল করিম এর ছেলে মুর্তুজ আলী বলেন ,২৭ বছর আগে পাশ্ববর্তী ধুরুয়া গ্রামের আবুল হাসেম,সিদ্দিক ও তার বোনদের কাছ থেকে ৩০ শতক জমি সাফ কাওলা মূল্যে ক্রয় করে আমার বাবা আব্দুল করিম এবং মা জয়বানু । আমরা দীর্ঘিদন ধরে জমিটি চাষাবাদ করে আসছি। বিগত দুই বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট আজিজুল ইসলাম ও খায়রুল ইসলামের বাবা মুক্তিযোদ্ধার সাইনবোর্ডের প্রভাব দেখিয়ে জমিটি জবর দখল করে গাছ কেটে বিক্রি করে দেয়। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মুক্তিযোদ্ধা মৃত জজ মিয়ার ছেলেরা।
স্থানীয় আলম ফকির বলেন,বেশ কয়েকবার সালিশের ম্যাধমে সমাধান করার চেষ্টা করলেও সালিশে উপস্থিত হয়না খায়রুল,আজিজুল,গংরা।
তবে খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা জমিটি কিনেছি।আমাদের কাগজ পত্রের বৈধতা আছে।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে দুইটা মামলা চলমান। এ ঘটনায় তদন্ত চলছে। #