২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:১৩| হেমন্তকাল|

নান্দাইলে DYO  উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪,
  • 25 Time View

নান্দাইল প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন Dreamer  Youth Organisation (DYO) নান্দাইল শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য নান্দাইলবাসীর পক্ষ থেকে ভালোবাসা স্বরুপ কাপড়, শুকনো খাবার, স্যালাইন ও সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। সম্প্রতি DYO নান্দাইল শাখা সভাপতি বিধান কৃষ্ণ গোস্বামী  সাধারণ সম্পাদক সানজিদা ইসলাম ছোঁয়া উপজেলার বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে এ গুলো সংগ্রহ করে।

DYO সদস্যরা বন্যার্ত ৫শত জন পরিবারের জন্য শুকনো খাবার,খাবার পানি, সুরক্ষা সামগ্রি ও ৫ হাজার ব্যবহার উপযোগী কাপড় সংগ্রহ করে। সম্প্রতি এসব সমগ্রি নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এমন মহৎ কাজে আগ্রহী সহযোগিতা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।

Dreamer  Youth Organisation (DYO) নান্দাইল শাখার সভাপতি বিধান কৃষ্ণ গোস্বামী বলেন- আমরা চেষ্ঠা করেছি বন্যার্তদের জন্য একটু সহযোগিতা করা। বন্যাকবলিত এলাকার শিশু ও নারীদের প্রাধান্য দিয়ে সুরক্ষা সামগ্রি,শুকনো খাবার, খাবার পানি ও ব্যবহারযোগী কাপড় পৌঁছে দিয়েছি। এমন মহৎ কাজে অনেকেই সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ