নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে আওয়ামী লীগের লিফলেট বিতরণের ছবি ও ভিডিও সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের ফেইসবুকে প্রচারের পর তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাত ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জসীমউদ্দীন হল শাখার ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. ইয়ামিম আজাদ, মঙ্গলবার সকালে মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন, এবং নান্দাইল বাজারে জনতার রশি দিয়ে বেঁধে রাখা অবস্থা আচারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার কে গ্রেফতার করে পুলিশ।
গত ২রা ফেব্রুয়ারি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে লিফলেট বিতরণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনায় ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯৭ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক এসআই পিন্টু চন্দ দে।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এনিয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগই নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সরকার বিরোধী স্লোগান ও লিফলেট বিতরণের মত কর্মসূচি পালন করেছে।