নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইল হেড কোয়ার্টার হতে আঠারবাড়ী জিসি সড়ক মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে চন্ডিপাশা চৌরাস্তা বাজার মোড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নান্দাইল হেড কোয়ার্টার হতে আঠারবাড়ী জিসি সড়ক (০০-৫২০০) মিটার সড়ক মেরামত ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রাস্তাটি মেরামত ও সংস্কার করা হবে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঞা, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম মানিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।