নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে তৃণমূল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন আবু জুনায়েদ বিল্লাল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
গত ২২ নভেম্বর তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাড. তৈমূর আলম খন্দকারের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু জুনায়েদ বিল্লাল। আবু জুনায়েদ বিল্লাল নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের মো. জিল্লুর রহমানের পুত্র। তিনি নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপি’র সাধারণ সদস্য।
এদিকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
আবু জুনায়েদ বিল্লাল জানান, দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আগামী ৭ জানুয়ারী জনগণের ভোটের মাধ্যমে যদি বিজয়ী হতে পারি নিজেকে আত্ম মানবতার সেবায় উৎসর্গ করে দিব। নান্দাইল কে দুর্নীতি,মাদক ও দরিদ্র মুক্ত করে জনগনের পাশে থাকবো।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচন হবে ৭ জানুয়ারি।
৩০ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। তা বাছাই হবে ১–৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।