নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া যৌথবাহিনীর হাতে গ্রেফতার। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের শুক্কুর আলী মেম্বারের বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে গৌরিপুর ক্যাম্পের ক্যাপ্টেম ইমতিয়াজ আহমেদ ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফরিদ আহমেদ। রাতে শাহাব উদ্দিন ভূঁইয়া কে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক,চাঁদাবাজি, অবৈধ স্থাপনার সহযোগিতা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানা গেছে শাহাব উদ্দিন ভূঁইয়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। সে সময় আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী ইফতেকার খুররম কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন তিনি। এ ছাড়াও ৫ই আগষ্টের পর থেকে নান্দাইলে অবস্থান করে চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। #